বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৮, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ২২:৪৪, ১৮ এপ্রিল ২০২১
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ এপ্রিল): ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে শনিবার সকালে ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মেল হক, শফিউল আলম চৌধুরী নাদেল,  ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।

নানা আয়োজনে বিগত বছরগুলোতে দিবসটি পালিত হলেও গত বছরের ন্যায় এবারও করোনা মহামারির কারণে দিবসটি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত পরিসরে পালিত হচ্ছে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বাণী দিয়েছেন।

আজ দিবসটির অর্ধশত বছর পূরণ হল।  ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। ‘বৈদ্যনাথতলা’কে ‘মুজিবনগর’ নামকরণ করা হয়। 

মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়