বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৫, ১৬ এপ্রিল ২০২১  
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা শুরু

ঢাকা (১৬ এপ্রিল): দক্ষিণ কোরিয়ায় যাওয়া যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। নিষেধাজ্ঞাটি ১৬ এপ্রিল থেকেই কার্যকর হবে বলে জানা গেছে। 

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের প্রধান সামুয়েল মুর্মু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ হিসেবে সনাক্তের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার বাংঅলঅদেশী নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আজ ১৬ এপ্রিল ২০২১ তারিখ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।’

এর আগে, করোনাভাইরাস মহামারির সংক্রমণ শঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার সরকার গত বছরের ২৩ জুন বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের সে দেশে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর সরকারের ঐকান্তিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে দীর্ঘ ৮ মাস পর বাংলাদেশের নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছির দক্ষিণ কোরিয়া। এর ফলে, ৮ ফেব্রুয়ারি থেকে  প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ কোরিয়া গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকরা ভিসার আবেদন শুরু করার সুযোগ পেয়েছিল।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়