মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনে ডিএনসিসির মোবাইল কোর্ট, জরিমানা আদায়

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৭, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৩৯, ১৬ এপ্রিল ২০২১
লকডাউনে ডিএনসিসির মোবাইল কোর্ট, জরিমানা আদায়

লকডাউনে ডিএনসিসির মোবাইল কোর্ট

ঢাকা (১৬ এপ্রিল): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় চৌদ্দ হাজার টাকা জরিমানা আদায়। লকডাউন ও স্বাস্থ্য সুরক্ষা বিধি অমান্য করায় তাদের এ জরিমানা করা হয়।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন, স্বাস্থ্য বিধিসহ চলাচলে নিষেধাজ্ঞা আরোপজনিত কর্মকা- পালন নিশ্চিত করণার্থে এ  মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ১৪টি মামলায় সর্বমোট ১৩ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।

আরও জানানো হয়, ডিএনসিসির ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে সরকারের আদেশ অমান্য, মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব মেনে না চলা, হোটেল, রেস্টুরেন্ট ও দোকান খোলার দায়ে ৭টি মামলায় ৭ হাজার টাকা।  এবং এর ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে অপর ৭টি মামলায় আরও ৬ হাজার  নয় শ’ টাকা জরিমানা আদায় করা হয়। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়