আব্দুল মতিন খসরুর মৃত্যু: আজ বসছে না সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (১৫ এপ্রিল): সাবেক আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদ্য প্রয়াত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর প্রতি সম্মান দেখিয়ে আজ বৃহস্পতিবার বসছে না সুপ্রিম কোর্ট।
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের ১নং আদালতে সকালে এ বিষয়ে সকলকে অবহিত করেন।
আইনজীবী ও সংসদ সদস্য আব্দুল মতিন খসরু বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ছিলেন।
আবদুল মতিন খসরু (৭১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার বিকেলে মারা যান । তিনি ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।






















