বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাবি ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন

১০০ নম্বরের পরীক্ষায় লিখিত ৫০; বিভাগভিত্তিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:১৯, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ০০:৫৭, ২১ অক্টোবর ২০২০
ঢাবি ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন

ছবি: ফাইল ফটো

ঢাকা(২০ অক্টোবর): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের (সম্মান)ভর্তি পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। এরমধ্যে লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি, এমসিকিউ ও উচ্চ মাধ্যমিকের নাম্বার কমানো এবং বিভাগভিত্তিক পরীক্ষা কেন্দ্র করার উল্লেখযোগ্য। 

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর ডিনদের নিয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন একটি অনুষদের ডিন জানান, সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০০ নম্বর হলেও এবার পূর্ণমান থাকবে ১০০। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক থেকে রেজাল্টের উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে ২০ নম্বর করা হয়েছে। আর এমসিকিউ নম্বর ৭৫ থেকে ৩০ করা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষার নম্বর থাকবে ৫০। সবমিলিয়ে ১০০ নম্বরের উপর ভর্তিচ্ছুদের মেধাক্রম তৈরি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ প্রসঙ্গে বলেন, করোনার কারণে এবার পরীক্ষা কেন্দ্র বিভাগভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কথা বলে স্থান ও সংশ্লিষ্ট শিক্ষকদের মাধ্যমে পরীক্ষা নেবো।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়