মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সম্মিলিত শক্তি দিয়ে করোনাকে পরাজিত করতে হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৪, ১৪ এপ্রিল ২০২১  
সম্মিলিত শক্তি দিয়ে করোনাকে পরাজিত করতে হবে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ঢাকা (১৪ এপ্রিল): প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সম্মিলিত শক্তি দিয়ে প্রাণঘাতী করোনাকে প্রতিহত ও পরাজিত করতে হবে ।

বুধবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর বাসস।

সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশের সবাইকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘এবার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে। করোনা কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পহেলা বৈশাখ।’

মহামারী করোনার আতংকে সার্বজনীন বৈশাখী আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, তবুও নতুন আশার মালা গেঁথে বাঙালির বেঁচে থাকার নিরন্তর লড়াই চলছে।

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, সময়ের সাহসী কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার বিরুদ্ধে বিজয়ী হই। বিজয়ী হই বৈশাখীর চেতনার শত্রু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়