মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

কাল থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:১৫, ১৪ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:৫৫, ১৪ এপ্রিল ২০২১
কাল থেকে রোজা শুরু

ছবি: সংগৃহীত

ঢাকা (১৩ এপ্রিল): আগামীকাল থেকে শুরু হচ্ছে রোজা। মঙ্গলবার পরিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজান মাসের গণনা শুরু হবে।

মঙ্গলবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রমজানের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে আগামী ২৬ রমজান অর্থাৎ ৯ মে রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে খতিব, ইমামসহ সর্বোচ্চ ২০জন মুসল্লি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। বাকিরা সবাই বাসাবাড়িতে আদায় করবেন।

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়