মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

মসজিদে তারাবি ও অন্য জামাতে ২০ জন অংশ নিতে পারবে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৫০, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ০২:৫৬, ১৩ এপ্রিল ২০২১
মসজিদে তারাবি ও অন্য জামাতে ২০ জন অংশ নিতে পারবে

ফাইল ছবি

ঢাকা (১২ এপ্রিল): রমজানে দেশের সব মসজিদে তারাবির নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ চালু থাকবে। তবে ইমাম, মুয়াজ্জিন, হাফেজসহ সর্বমোট ২০ জন মুসল্লি এতে অংশ নিতে পারবেন। 

সোমবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা বলা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এতে জানানো হয়। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে তারাবি ও  প্রতি ওয়াক্ত নামাজ খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে। প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।

খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন করবে বলে ধর্ম মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে সারা দেশে সাত দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে। লকডাউন শুরুর পর দিন থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু বলে ধারণা করা হচ্ছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়