মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

করোনাভাইরাস: সব রেকর্ড ভেঙ্গে মৃত্যু ৮৩ জন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪৩, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৫২, ১৩ এপ্রিল ২০২১
করোনাভাইরাস: সব রেকর্ড ভেঙ্গে মৃত্যু ৮৩ জন

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি

ঢাকা (১২ এপ্রিল): দেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আগের দিন এ সংখ্যা ছিল ৭৮ জন। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮২২ জন। এদিকে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন সাত হাজার ২০১ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন সাত হাজার ২১০ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৫ হাজার ৮১৯ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও চার হাজার ৫২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৮৩ জনের মধ্যে ৫৪ জন পুরুষ এবং ২৯ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও সাত হাজার ২০১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৭২৪। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ১৫৫টি। আর ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা রয়েছে ৪৩১টি। এর মধ্যে ফাঁকা রয়েছে ২৩টি।

আজ পর্যন্ত সারাদেশে ৫৬ লাখ ২৭ হাজার ১০৭ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর তিন লাখ ৮৩ হাজার ৭১৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়