মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনে খোলা থাকবে যেসব সেবা ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৪০, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪৪, ১২ এপ্রিল ২০২১
লকডাউনে খোলা থাকবে যেসব সেবা ও প্রতিষ্ঠান

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি

ঢাকা (১২ এপ্রিল): আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনে গণপরিবহনসহ সব ধরণের যান চলাচল এবং সরকারি বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা থাকবে শিল্পকারখানা। এছাড়াও বিভিন্ন জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা থাকার পাশাপাশি নির্ধারিত সময় পর্যন্ত কাঁচাবাজার এবং খাবারের হোটেল খোলা থাকবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এমন নির্দেশনা দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শিল্প-কারখানা খোলা রাখার ব্যাপারে নির্দেশনায় বলা হয়েছে, শিল্প কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব পরিবহনে আনা নেওয়া নিশ্চিত করবে।

এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন, কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থল, নদী ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড দেখিয়ে টিকা নিতে যাওয়া যাবে।

এতে বলা হয়, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা জায়গায় স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করা যাবে। বাজার কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন এ বিষয়টি নিশ্চিত করবে।

এছাড়া খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রি বা সরবরাহ করা যাবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়