সর্বাত্মক লকডাউনে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে নির্দিষ্ট দুই সময়
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (১২ এপ্রিল): মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই সাত দিন হোটেল রেস্তোরাঁ কিছু বিধি-নিষেধের ভিত্তিতে নির্দিষ্ট দুই সময়ে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (Takeaway/Online) করা যাবে।”
ওই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, আগামী ১৪ এপ্রিল থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিতসহ বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান এবং বাস, ট্রেন ও নৌযান চলাচল বন্ধ থাকবে।