মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চারুকলায় ‘সীমিত পরিসরে’ হবে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩০, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:৩৩, ১২ এপ্রিল ২০২১
চারুকলায় ‘সীমিত পরিসরে’ হবে নববর্ষ উদযাপন

ফাইল ছবি

ঢাকা (১২ এপ্রিল):  করোনা মহামারির কারণে ‘সীমিত পরিসরে’ বাংলা নববর্ষ ১৪২৮ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির চারুকলা অনুষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এক শ’ জন নিয়ে এ উদযাপন করবেন তারা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত সীমিত পরিসরে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন করা হবে। এ উপলক্ষে চারুকলা অনুষদ চত্বরে ১০০ জনের একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ চত্বরেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, করোনা মহামারির কারণে এবার সব আয়োজনেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে যেহেতু এটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর, সেহেতু যদি আমরা কিছুই না করি, তবে স্বাধীনতার বিপক্ষের শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। ফলে, সীমিত পরিসরে হলেও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করবে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে যশোরে ‘চারুপীঠ’ নামের একটি প্রতিষ্ঠান মাহবুব জামাল শামীমের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উপলক্ষে ‘আনন্দ শোভাযাত্রা’র আয়োজন করে। ওই শোভাযাত্রায় নানাপ্রকার পাপেট, বাঘের প্রতিকৃতি, পুরনো বাদ্যযন্ত্রসহ আরও অনেক শিল্পকর্ম স্থান পায়। শোভাযাত্রাটি আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীকালে ১৯৮৯ সাল থেকে যশোরের ওই ‘আনন্দ শোভাযাত্রা’র আদলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ষবরণে ‘মঙ্গল শোভাযাত্রা’ করা শুরু হয়।  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়