রমজান কবে শুরু তা জানা যাবে মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১২ এপ্রিল): পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানা যাবে আগামী মঙ্গলবার সন্ধ্যার পর। আররি মাস রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার বাদ মাগরিব সভায় বসবে।
সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।
হিজরি ১৪৪২ সনের রমজান মাসের চাঁদ মঙ্গলবার সন্ধ্যায় দেখা গেলে বুধবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। ওইক্ষেত্রে মঙ্গলবার রাতে এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু করতে হবে। এবং রোজা রাখার নিয়তে ধর্মপ্রাণ মুসলমানদের ওইদিন শেষ রাতে প্রথম সেহরি খেতে হবে।
এদিকে মঙ্গলবার চাঁদ দেখা না গেলে রমজান মাস গণনা শুরু হবে বৃহস্পতিবার। এক্ষেত্রে বুধবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু এবং শেষ রাতে সেহরি খাওয়া শুরু হবে।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ করেছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য।