মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৩৫, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:০৯, ১২ এপ্রিল ২০২১
খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’। ফাইল ছবি

ঢাকা (১১ এপ্রিল): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’য় তিনিসহ ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মো. আল মামুন রবিবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানান ।

মো. আল মামুন জানান,  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার বাসার ৯ জনের করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তার মধ্যে করোনার উপসর্গ নেই। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসাতেই চিকিৎসা নেবেন।

মামুন আরও জানান, ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে খালেদা জিয়ার করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল। খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। 

এদিকে, দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়