ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: হাসান শাহরিয়ার
ঢাকা (১০ এপ্রিল): দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলয়াস খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, হাসান শাহরিয়ার দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কোথাও আইসিইউ বেড না পাওয়ায় তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।