মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার ভিন্ন পথে হাঁটছে: জন কেরি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩০, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৩৩, ১০ এপ্রিল ২০২১
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার ভিন্ন পথে হাঁটছে: জন কেরি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জন কেরির যৌথ সংবাদ সম্মেলন । ছবি: সংগৃহিত

ঢাকা (০৯ এপ্রিল): ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার সরকার ভিন্ন পথে হাঁটছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। এ সময় তিনি আরও বলেছেন, ‘আর এই ইস্যুতে মিয়ানমারের ওপর জো বাইডেন প্রশাসন চাপ অব্যাহত রেখেছে।’

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জন কেরি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে, তা প্রশংসনীয়। এই সংকট সমাধানে যুক্তরাষ্ট্র সব-সময় কাজ করে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানাতেই আমার আজকের এ সফর। বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বাইডেন প্রশাসন জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে আবার যোগদান করেছে।

কেরি বলেন, বাংলাদেশ জলবায়ুজনিতে কারণে ক্ষতিগ্রস্ত একটি দেশ। আসন্ন সম্মেলনে বাংলাদেশ যোগ দেওয়ার উৎসাহ প্রকাশ করায় আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, সবাই মিলে একসঙ্গে কাজ করে বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা যাবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়