মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সুষ্ঠু পরিকল্পনার অভাবে লকডাউন ব্যর্থ হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:২১, ১০ এপ্রিল ২০২১  
সুষ্ঠু পরিকল্পনার অভাবে লকডাউন ব্যর্থ হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

ঢাকা (০৯ এপ্রিল): সরকারের লকডাউন পলিসি সুষ্ঠু পরিকল্পনার অভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দোকান কর্মচারী ও পরিবহন শ্রমিকদের আর্থিক সহায়তা না দিয়ে বন্ধের ঘোষণার মাধ্যমে চরম অমানবিকতার পরিচয় দেওয়া হয়েছে।

শুক্রবার বিএনপি চেয়ারপার্সনের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার করোনার প্রথম ঢেউয়ের সময় কার্যকর লকডাউন পদ্ধতি অনুসরণ না করে সাধারণ ছুটি ঘোষণা করে। এর ফলে শহরের মানুষ সবাই গ্রামে যেতে শুরু করে। কিছুদিন পরই গার্মেন্টস খুলে দিয়ে সেই গ্রামে চলে যাওয়া শ্রমিকরা আবার ঢাকায় ফিরে আসেন। ২য় ঢেউয়ে সরকার আবার হঠাৎ করে লকডাউন আরোপ করে। এতেও জনগণ বিভ্রান্ত হয়ে হাটবাজার-রাস্তায় ছুটোছুটি শুরু করে। এতে দেখা যাচ্ছে সরকার কোন বারই বিষয়টি সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নেয়নি।

বাংলাদেশের করোনা মহামারী দমনে হার্ড ইমিউনিটি গড়ে তোলার বিকল্প নাই বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে হার্ড ইমিউনিটি গড়ে তোলা সম্ভব। এক্ষেত্রে একটি উৎস থেকে টিকা সংগ্রহে আবদ্ধ না থেকে অন্য কোম্পানীর টিকা সংগ্রহের কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, জাতির এই চরম দুর্যোগপূর্ণ সময়ে আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত আরএমজি সেক্টরে কয়েক হাজার গামেন্টস বন্ধ হয়েছে। ৪০ লক্ষ শ্রমিকের জীবন জীবিকা আবার অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থের অভাবে ঢাকা ছাড়ছে শত শত পরিবার। তাই সরকারের প্রতি আমাদের আবারও আহ্বান আসুন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এ সংকট মোকাবেলায় উদ্যোগী হই।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়