মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় একদিনে রেকর্ড ৭৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩১, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:০০, ৮ এপ্রিল ২০২১
করোনায় একদিনে রেকর্ড ৭৪ জনের মৃত্যু

ইনফোগ্রাফ: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৮ এপ্রিল): দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ৭৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৬৩ জন। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫২১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৭ হাজার ৬২৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৭৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ আর বাকি ২৬ জন নারী। এরা সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।  

এতে আরো বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৩৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ছয় হাজার ৮৫৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়