মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকায় ভারতীয় সেনাপ্রধান, ৫ দিনের সফর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:১৭, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:১৯, ৮ এপ্রিল ২০২১
ঢাকায় ভারতীয় সেনাপ্রধান, ৫ দিনের সফর

জেনারেল মনোজ মুকুন্দ নরভানে

ঢাকা (০৮ এপ্রিল): ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৫ দিনের সফর ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

ভারতীয় সেনাপ্রধান এই সফরে বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধানসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এবং এ সময় তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধি দলও রয়েছে।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সফরের ফলে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়