দেশে করোনার দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করছে: আইসিডিডিআর,বি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়্যান্ট নিয়ে আইসিডিডিআর,ব ‘র গ্রাফ
ঢাকা (০৮ এপ্রিল): দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের সঙ্গে সদৃশ্য খুঁজে পেয়েছে আইসিডিডিআর,বি। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে শনাক্ত করোনাভাইরাসের ধরণগুলোর মধ্যে ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট। খবর ইউএনবি।
আইসিডিডিআর,বি জানায়, গত ডিসেম্বর মাসে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআরের সঙ্গে করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়্যান্টের ওপর নজরদারি শুরু করেন তারা।
পহেলা জানুয়রি থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ হাজার ৭৫১টি নমুনা পজিটিভ চিহ্নিত হয়। ৬ই জানুয়ারি প্রথম ইউকে ভ্যারিয়্যান্ট শনাক্ত হয়। এবং মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই ভ্যারিয়্যান্টটি বাংলাদেশে বৃদ্ধি পায়।
কিন্তু মার্চের তৃতীয় সপ্তাহে অন্যান্য যেসব ভ্যারিয়্যান্ট পাওয়া গেছে এরমধ্যে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়্যান্টটি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। পরের সপ্তাহে দেখা যায়, দেশে শনাক্ত করোনাভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়্যান্ট।
এই কারণে এখন ভ্যাকসিনের কার্যকারিতা এবং রোগী ব্যবস্থাপনার দিকটি নতুন করে ভাবতে হবে বলে সংস্থাটির কর্মকর্তারা মনে করছেন।