সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

‘জোর করে ঘরে রাখার চেয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি’

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২১, ৬ এপ্রিল ২০২১  
‘জোর করে ঘরে রাখার চেয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা (০৬ এপ্রিল): ‘জোর করে ঘরে রাখার চেয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। মানুষ  যেন কিছুদিন এই লকডাউন মেনে চলে এ লক্ষেই আগানো হচ্ছে’—  বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সচিবালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

সাম্প্রতিককালে ঘটে যাওয়া কিছু নৈরাজ্যকর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যে-ই অপরাধ করবে তার বিরুদ্ধে মামলা হবে। কোর্ট তার বিরুদ্ধে মামলা করবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।

প্রসঙ্গত, করোনা আকান্ত ও মৃত্যুর সংখ্যা শঙ্কাজনকহারে বেড়ে যাওয়াতে সারাদেশে ৫ এপ্রিল  থেকে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। এ লক্ষ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়