সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: হাইকোর্টে ১৪ আসামির ডেথ রেফারেন্স

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩২, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৩৮, ৬ এপ্রিল ২০২১
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: হাইকোর্টে ১৪ আসামির ডেথ রেফারেন্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ১৪ আসামির ডেথ রেফারেন্স  হাইকোর্টে পৌঁছেছে

ঢাকা (০৬ এপ্রিল): গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারা জনসভাস্থলে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে তাঁকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর পূর্বে, গত ২৩ মার্চ আদালত এই মামলার ১৪ আসামিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন।

ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, শেখ মো. এনামুল হক, আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, লোকমান, মোছাহেব হাসান ওরফে রাশু, মফিজুর রহমান ওরফে মফিজ, মাহমুদ আজাহার ওরফে মামুনুর রশিদ, রাশেদুজ্জামান ওরফে শিমুল খান, তারেক, ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, আনিসুল ইসলাম, সারোয়ার হোসেন মিয়া, মাওলানা আমিরুল ইসলাম ওরফে জেন্নাত মুন্সী ও মাওলানা রফিকুল ইসলাম খান।

আসামিদের মধ্যে মোছাহেব হাসান, আজিজুল হক, লোকমান ও ইউসুফ, এনামুল হক পলাতক। এদিকে হুজি নেতা মুফতি আব্দুল হান্নান এই মামলার চার্জশিটভুক্ত আসামি হলেও অন্য মামলায় তার ফাঁসি হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০০০ সালের ২০ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে তাঁকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়।  পাশের একটি চায়ের দোকানের পেছনে এ বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে তদন্তে উঠে আসে। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়