সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

করোনা টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিলই শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০০, ৬ এপ্রিল ২০২১  
করোনা টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিলই শুরু

করোনাভাইরাসের টিকা (গ্রাফ্রিক্স: বিজনেস ইনসাইডার বাংলাদেশ)

ঢাকা (০৫ এপ্রিল): করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল থেকেই দেওয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে টিকার পর্যাপ্ত মজুতের বিষয়ে সংশয় দূর করতে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, “একটা বিষয়ে আলোচনা ছিল, ভ্যাকসিনের অবস্থাটা কি হবে? দ্বিতীয় ডোজ ৮ তারিখ (৮ এপ্রিল) থেকে কি কন্টিনিউ করবে, নাকি করবে না। এটা প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন, ৮ তারিখ থেকে যে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ শুরু হওয়ার কথা সেটা যথাযথভাবে চলবে। প্রথম ডোজ কাল (৬ এপ্রিল) শেষ হয়ে যাবে। ৮ তারিখ থেকে কনফার্ম। আমাদের টিকা আছে।”

দ্বিতীয় ডোজ শুরু করার মতো টিকার পর্যাপ্ত মজুদ সম্পর্কে আনোয়ারুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত অসুবিধা হবে না। আমি কথা বলেছি। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, যে পরিমাণ ফাস্ট ডোজ দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ দিতে তেমন কোনো সমস্যা হবে না।”

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়