বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর ২০২৫


১১ পৌষ ১৪৩২,

০৫ রজব ১৪৪৭

পুলিশের সংবাদ সম্মেলন

এএসপি আনিসুলের মৃত্যু ‘সুস্পষ্ট হত্যাকান্ড

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৩, ১০ নভেম্বর ২০২০  
এএসপি আনিসুলের মৃত্যু ‘সুস্পষ্ট হত্যাকান্ড

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (১০ নভেম্বর): মানসিক চিকিৎসা নিয়ে গিয়ে হাসপাতালের কর্মচারীদের মারধরে এএসপি আমিনুলের মৃত্যুকে ‘সুস্পষ্ট হত্যাকান্ড’ বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা  জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।

তিনি জানান, এই ঘটনায় ইতিমধ্যে ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

সংবাদ সম্মেলনে  হারুন অর রশীদ বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ  করে দেখা গেছে ৮-৯ জন লোক মিলে ওই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করছেন। কেউ মাথায়, কেউ বুকে আঘাত করেছেন। কাউকে আবার এএসপি আনিসুল করিমের হাত বাঁধতে দেখা গেছে। তারা সবাই হাসপাতালের ওয়ার্ডবয়, ক্লিনার, এখানে  কেউ চিকিৎসক ছিলেন না। তাই আমাদের কাছে মনে হয়েছে এটি স্পষ্ট হত্যাকান্ড। 

তিনি বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে 

ডিসি জানান, ‘সিসিটিভি ফুটেজে  উপস্থিত ১০ জনের সবাইকে গ্রেপ্তার  করা হয়েছে। এরা হলেন মাইন্ড এইডের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কো অর্ডিনেটর  রেদোয়ান সাব্বির, কিচেন  শেফ মাসুদ, ওয়ার্ড বয়  জোবায়ের  হোসেন, তানিফ  মোল্লা, সজীব  চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম পলাশ ও ফার্মাসিস্ট তানভীর হাসান।  তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি। 

ডিসি বলেন, পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুলকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। তবে এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। 

আনিসুলকে ভুইফোঁড় হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাঝখানে যারা জড়িত ছিলেন, তাদের বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। সরকারি হাসপাতালের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়