সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনের বিরুদ্ধে নিউমার্কেট এলাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৮, ৫ এপ্রিল ২০২১  
লকডাউনের বিরুদ্ধে নিউমার্কেট এলাকায় বিক্ষোভ

ছবি: নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের বিক্ষোভ, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা(০৫ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের মধ্যেই নিউমার্কেট এলাকায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, লকডাউন প্রত্যাহার করে দোকানপাঠ ও শপিংমল খোলা রাখতে হবে। 

এর আগে গতকাল রবিবারও একইস্থানে ব্যবসায়ীরা একই দাবিতে বিক্ষোভ করেন। লকডাউন বিষয়ক সরকারী নির্দেশনায় শপিংমল বন্ধ রাখার কথা বলা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, লকডাউনের প্রথম দিনে সকালে ১০টা থেকেই নিউমার্কেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। পরে গাউসিয়াসহ আশপাশের বেশ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা বিকে।ষাভে শামিল হন। এ সময় পুলিশ বাধা দিলেও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানান।

ব্যবসায়ীরা বলেন, আমরা কোনো লকডাউন চাই না। এটাই আমাদের এক দফা দাবি।

এর আগে গত শনিবার রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ ৪ ঘন্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

প্রসঙ্গত, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়