সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

গণপরিবহন চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৭, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৩৯, ৫ এপ্রিল ২০২১
গণপরিবহন চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গণপরিবহন চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহিত

ঢাকা (০৫ এপ্রিল): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেছেন কর্মস্থলগামী মানুষজন। গণপরিবহন না পেয়ে তারা এ অবরোধ করে বলে জানা যায়। এতে করে ওই অঞ্চলের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তারা এই অবরোধ শুরু করে। অবরোধের প্রায় আধা ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।

এ সময় অবরোধকারীরা জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব বাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও গণপরিবহন বন্ধ করে দিয়ে কর্মস্থলগামীদের বিপাকে ফেলা হয়েছে। বিশেষ করে শ্রমিক-কর্মচারীদের যাতায়াতের জন্য অধিকাংশ প্রতিষ্ঠানে গাড়ির  ব্যবস্থা নেই। 

উল্লেখ্য, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়