সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে কালবৈশাখী ঝড়

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৩১, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ০২:৩৪, ৫ এপ্রিল ২০২১
রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে কালবৈশাখী ঝড়

রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে কালবৈশাখী ঝড় বয়ে গেছে

ঢাকা (০৪ এপ্রিল): রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি স্থানে বয়ে গেল কালবৈশাখী ঝড়। ঝড়ে বইমেলা প্রাঙ্গণ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঝড়ের ফলে সোমবারে শুরু হওয়া লকডাউনের কারণে ঘরমুখী মানুষের মাঝে ভীতি ও বাধার সৃষ্টি হয়েছে। 

আাবহাওয়াবিদ একেএম নাজমুল হক এ বিষয়ে রবিবার গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টায় ঢাকায় ৬৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। রাজশাহীতে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার। সে সময় ঝড়ের সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টিপাতও হয়।

তিনি জানান, কুড়িগ্রাম, নাটোর, মেহেরপুর গাইবান্ধা, বগুড়া, রংপুর, জামালপুর, ময়মনসিংহমগ দেশের অনেক অঞ্চলে কালবৈশাখী বয়ে গেছে।

নাজমুল হক জানান, কালবৈশাখীর মৌসুম শুরু হয়ে গেছে। এ সময় ঝড় হওয়ার সম্ভাবনা থেকেই যায়। 

এদিকে করোনা পরিস্থিতির কারণে সোমবার থেকে শুরু হচ্ছে লকডাউন। যে কারণে অনেকেরই ব্যস্ততা বাড়ি ফেরার। কিন্তু হঠাৎ এই ঝড়ে ভীতির সঞ্চার হয়। 

ঝড়ে প্রকৃত ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিভিন্ন জায়গায় গাছের ডালপালা ভেঙে রাস্তায় পড়ে। এর ফলে মানুষের চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। বইমেলা প্রাঙ্গণসহ বিভিন্ন স্থান কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়