লকডাউনে নিত্যপণ্যের বেচাকেনা চলবে ৮ ঘণ্টা
|| বিজনেস ইনসাইডার

লকডাউনের মধ্যে নিত্যপণ্যের বেচাকেনা চলবে ৮ ঘণ্টা
ঢাকা (০৪ এপ্রিল): মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সাতদিন শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে।
তবে নিত্যপণ্যের দ্রব্যাদির দোকান ও কাঁচাবাজার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে। খোলা স্থানে স্বাস্থ্যবিধি মেনে আট ঘণ্টা (সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) এ বেচাকেনা করা যাবে।
লকডাউন ঘোষণার আদেশে আরও বলা হয়েছে, লকডাউনে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে কেনাবেচা করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং ক্রেতা সশরীরে যেতে পারবে না।
সোমবার ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ লকডাউন চলবে।