জীবন বাঁচাতে হবে, অর্থনীতিও সচল রাখতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা (০৪ এপ্রিল): করোনা মহামারির ছোবল থেকে মানুষের জীবন বাঁচানো এবং অর্থনীতির চাকাকে সচল রাখতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘মানুষের জীবন আগে, কাজেই জীবন বাঁচাতে হবে। পাশাপাশি দেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডও সচল রাখতে হবে। এ বিষয়ে আমরা যথেষ্ট সচেতন আছি। জীবনটা আগে, জীবন যদি না বাঁচে তাহলে আমাদের অর্থনীতিই কী বা রাজনীতিই কী?’
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নবনির্মিত ২০তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়ম-নীতি মেনে নিজেকে ও অন্যকে সুরক্ষা দিতে হবে।
করোনাভাইরাসের সক্রমণের মধ্যেও দেশের অর্থনীতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনার সময়ও আমরা অর্থনীতির গতি সচল রাখতে পেরেছি।
তিনি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মাত্র সাড়ে তিন বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বল্পোন্নত দেশে রূপান্তর করেছিলেন।
শেখ হাসিনা বলেন, একযুগ আগের আর বর্তমানের বাংলাদেশের অনেক তফাৎ রয়েছে। এক সময় বিশেষ করে যারা পঁচাত্তর পরবর্তীকালে ক্ষমতায় ছিলেন তারা বাংলাদেশ ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিলেন।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকও যুক্ত ছিলেন । অপরপ্রান্তে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধান কার্যালয় সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়েরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।