এমপি আসলামুল হক মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংসদ সদস্য আসলামুল হক
ঢাকা (০৪ এপ্রিল): ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে রবিবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত শনিবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসলামুল হক ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে একাধারে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের আসলামুল প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৪ ও ২০১৮ সালে ও আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
আসলামুল হক ১৯৬১ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন। তিনি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।