সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা দক্ষিণে কঠোর লকডাউনের নির্দেশ দিলেন তাপস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৩০, ৪ এপ্রিল ২০২১  
ঢাকা দক্ষিণে কঠোর লকডাউনের নির্দেশ দিলেন তাপস

ঢাকা দক্ষিণে কঠোর লকডাউনের নির্দেশ দিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস

ঢাকা (০৩ এপ্রিল): মহামারি করোনা পরিস্থিতির কারণে সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের সরকার লকডাউন ঘোষণা করেছে। সেই ঘোষণা অনুসারে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 

কর্পোরেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরীকে কেন্দ্রীয় কারিগরি কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে ঢাকা দক্ষিণের করণীয় নির্ধারণপূর্বক কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেন। 

এ বিষয়ে এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, ইতোমধ্যে মেয়র মহোদয় করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় কারিগরি কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তায়নের নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়