লকডাউনে যাত্রীবাহী ট্রেন বন্ধ, মালবাহী ট্রেন চলবে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: লকডাউনের ঘোষণা আসার পর কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের ভিড়, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা(০৩ মার্চ): আসন্ন লকডাউনে দেশের সকল রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে মালবাহী ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী জানান, লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেনও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রেন চলাচল করবে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছিলো। তারপরেই শনিবার লকডাউনের ঘোষণা এলো।