বাস চলাচল নিয়ে কোনো নির্দেশনা পাইনি: এনায়েত উল্লাহ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৩ এপ্রিল): দেশব্যাপী লকডাউনে বাস চলাচল করবে কিনা সেই বিষয়ে এখনো কোনো পাননি বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
শনিবার বিকেলে খন্দকার এনায়েত উল্লাহ বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে এ তথ্য জানান।
এণায়েত উল্লাহ জানান, লকডাউনে গাড়ি চলাচল নিয়ে আমরা এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা পাইনি। তবে আগামীকাল রবিবার রাত পর্যন্ত অন্যান্য দিনের মতো সাধারণভাবেই গাড়ি চলবে। সোমবার থেকে গাড়ি চলবে কিনা সেটা সরকারের নির্দেশনার পর বলা যাবে।
এরআগে শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সোমবার থেকে দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্তের কথা জানান।