লকডাউনে বইমেলা বন্ধ?
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

লকডাউনে বইমেলা বন্ধ হতে চলেছে?
ঢাকা (০৩ এপ্রিল): মহামারি করোনার সংক্রমণ শঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় সোমবার থেকে ফের সারাদেশে লকডাউন শুরু হচ্ছে। তবে, বইমেলা বন্ধের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। অবশ্য, সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র বলছে, লকডাউন দিলে বইমেলা চালানোর সুযোগই নেই।
এ বিষয়ে বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা শনিবার বিকেলে গণমাধ্যমকে জানিয়েছেন, রবিবার পর্যন্ত বইমেলা চলার পর মূল সিদ্ধান্ত জানা যাবে।
অবশ্য, বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বইমেলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে, সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, লকডাউন দিলে বন্ধ হতে পারে বইমেলা।
এদিকে, প্রকাশকরা আহ্বান করেছেন, সীমিত পরিসরে হলেও বইমেলা চালু রাখা হোক।
প্রকাশকরা বলছেন, করোনা মহামারির কারণে মেলার বেচা-বিক্রি এমনিতেই মন্দা। এরপর লকডাউন দেওয়া হলে এবং মেলা বন্ধ হলে ক্ষতির মাত্রা চরমে পৌঁছাবে। ফলে, সীমিত পরিসরে বইমেলা চালু রাখা হোক।