রবিবার থেকে সরকারি অফিসে জনবল অর্ধেক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

বাংলাদেশ সরকার এর লোগো
ঢাকা (০৩ মার্চ): আগামীকাল রবিবার থেকে সকল সরকারি অফিসে অর্ধেক জনবল দিয়ে চলবে। এরইমধ্যে সরকারের বিভিন্ন অফিসে কর্মরত ৫৫ বছরের বেশি কর্মকর্তা, অসুস্থ কর্মকর্তা, গর্ভবর্তী কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।
শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ প্রসঙ্গে বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে জানান, আগামীকাল থেকে সকল সরকারি অফিসে রোস্টার তৈরি করে কাজ চালানো হবে। এরইমধ্যে রোস্টার তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বয়স্ক কর্মকর্তা-কর্মচারী, অসুস্থ ও গভবর্তী কর্মকর্তা কর্মচারীদের হোম অফিস করার কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি জানান, আমরা এরইমধ্যে রোস্টার করে কাজ শুরু করেছি। আর যারা এখনও রোস্টার করতে পারেনি তার রবিবারের মধ্যে কওে কাজ শুরু করবে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছিলো। এরমধ্যে সরকারী-বেসরকারী অফিস আদালতে ৫০ শতাংশ জনবল নিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।