সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

‘স্বাস্থ্যসেবায় বেসরকারি উদ্যোক্তাদের আরও অবদান রাখতে হবে’

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১২, ৩ এপ্রিল ২০২১  
‘স্বাস্থ্যসেবায় বেসরকারি উদ্যোক্তাদের আরও অবদান রাখতে হবে’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ঢাকা (০৩ এপ্রিল): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের আরও অবদান রাখতে হবে। দেশের আমজনতাকে স্বাস্থ্য সচেতন করতেও সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন রয়েছে।

শনিবার অনলাইনে অনুষ্ঠিত ‘এসবিএফ আমান ফাউন্ডেশন হেল্থ সেন্টার, কেরানীগঞ্জ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নসরুল হামিদ বলেন, বেসরকারি উদ্যোক্তা ও প্রবাসীদের সহযোগিতা পেলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের গড়ার কার্যক্রম আরও গতিশীল হবে। এরফলে, ২০৪১ সালের আগেই বাংলাদেশ রূপকল্প-৪১ বাস্তবায়ন করে জাতিকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে। এ সময় তিনি প্রবাসীদের মেধা, পরামর্শ ও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। 

সোনার বাংলা ফাউন্ডেশন-এর বাংলাদেশের কান্টি ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমান গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানউল্লাহ ও সোনার বাংলা ফাউন্ডেশন, ইউএসএ-এর প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ‘সোনার বাংলা ফাউন্ডেশন’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশের ১৬টি জেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করে ডায়ালাইসিস সেবা প্রদানের মাধ্যমে বেসরকারি খাতে দেশের অন্যতম বৃহত্তর কিডনি ডায়ালাইসিস নেটওয়ার্কে পরিণত হয়েছে। সোনার বাংলা ফাউন্ডেশন এই সেবার আওতা বৃদ্ধির জন্য কেরানীগঞ্জে ১৭তম ডায়ালাইসিস সেন্টার ‘এসবিএফ আমান ফাউন্ডেশন হেল্থ সেন্টার, কেরানীগঞ্জ’ স্থাপন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়