সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনেও খোলা থাকবে শিল্প-কলকারখানা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৬, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:৩৭, ৩ এপ্রিল ২০২১
লকডাউনেও খোলা থাকবে শিল্প-কলকারখানা

লকডাউনেও শিল্প-কলকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

ঢাকা (০৩ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৫ এপ্রিল থেকে সারা দেশ এক সপ্তাহের লকডাউনে গেলেও খোলা থাকবে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ও শিল্প-কলকারখানা। সেখানে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফটিং ডিউটি করবেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান।  

ফরহাদ হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার। তবে লকডাউন চলাকালে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আর খোলা থাকবে শিল্প-কলকারখানা। সেখানে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন।

এরআগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে সরকার লকডাউন ঘোষণা করছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়