সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

খুলনা ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:১১, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ০২:১৩, ৩ এপ্রিল ২০২১
সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

খুলনা (০২ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। ৩ এপ্রিল থেকে যা কার্যকর হবে। 

খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈন উদ্দিন খান এ তথ্যের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, ৩ এপ্রিল থেকে সুন্দরবনের ভেতরে পর্যটক প্রবেশে নিষোধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে। এ সময় বনের ভেতরে বন বিভাগের আওতাধীন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।

তিনি আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে বন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। 

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত বছর ১৯ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত (প্রায় ৭ মাস) সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ ছিল।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়