সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

সংকট নিরসনে নামছে ৬০ দোতলা বাস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০৩, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৫৯, ৩ এপ্রিল ২০২১
সংকট নিরসনে নামছে ৬০ দোতলা বাস

রাজধানীতে গণপরিবহন সংকট নিরসনে নামছে ৬০ দোতলা বাস

ঢাকা (০২ এপ্রিল): রাজধানী ঢাকায় ৬০টি দোতলা বাস নামাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। কয়েকদিন ধরে ঢাকায় গণপরিবহনের যে তীব্র সংকট চলছে তা  নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪ এপ্রিল ৬০টি দ্বিতল বাস নগরীর বিভিন্ন রুটে চলাচল করবে। মূলত যেসব রুটে যাত্রী বেশি এসব রুটকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ তথ্যের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেছেন, আমরা যাত্রীদের ভোগান্তি কমাতে এসব বাস রাস্তায় নামাব। 

করোনা সংক্রমণ প্রতিরোধে বাসসহ সব গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যাত্রী তুলতে বলা হয়েছে সরকারের ১৮টি নির্দেশনায়। এতে ভাড়া বেড়েছে ৬০ শতাংশ। এদিকে অফিসে ৫০ শতাংশ উপস্থিতি ঠিকঠাক কার্যকর না হওয়ায় রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগে পড়ছেন অফিসযাত্রীরা।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়