সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় আক্রান্ত স্বাস্থ্য সচিব আবদুল মান্নান 

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫১, ৩ এপ্রিল ২০২১  
করোনায় আক্রান্ত স্বাস্থ্য সচিব আবদুল মান্নান 

ছবি: আবদুল মান্নান

ঢাকা (০২ এপ্রিল): স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সচিবের পিএস মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবি।

পিএস বলেন, কয়েকদিন আগে সচিব মহোদয়ের করোনা পজিটিভ আসে। শারীরিক চেকাপের জন্য শুক্রবার তিনি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়েছেন।

রাশেদ হোসেন বলেন, 'আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ বাসায় ফিরলাম। আমার পরিবারের আরও ২-৩ জন আক্রান্ত হয়েছে।'

উল্লেখ্য, ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়