করোনা: রেকর্ড ভেঙে একদিনে শনাক্ত ৬৮৩০
|| বিজনেস ইনসাইডার

রেকর্ড ভেঙে একদিনে শনাক্ত ৬৮৩০ জন করোনা আক্রান্ত
ঢাকা (০২ এপ্রিল): মহামারি করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বেড়েই চলেছে। প্রতিদিনই ভেঙে চলেছে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮৩০ জন। যা কিনা এযাবৎকালের সর্বোচ্চ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে। শুক্রবার করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।
এর আগে গত বৃহস্পতিবার দেশে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে যায়, শনাক্ত হন ছয় হাজার ৪৬৯ জন। সর্বশেষ শনাক্ত হওয়াদের নিয়ে এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হয়েছেন ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ২৯৩টি, আর পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৩৯টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ২৮ হাজার ১১৩টি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়— গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।
নতুন করে মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১০ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ছয় হাজার ৮৮৭ জন এবং নারী দুই হাজার ২৬৮ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ২৩ শতাংশ এবং নারী ২৪ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ৪৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৭৯৬ জন, চট্টগ্রাম বিভাগের ৫৮৭ জন, সিলেট বিভাগের ৩৩ জন, রংপুর বিভাগের ২০ জন, রাজশাহী বিভাগের ১৫ জন, বরিশাল বিভাগের ১০ জন, ময়মনসিংহ বিভাগের ৯ জন এবং খুলনা বিভাগের তিন জন।