সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

অটিজম দিবস পালন করল হোপ অটিজম বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৫, ২ এপ্রিল ২০২১  
অটিজম দিবস পালন করল হোপ অটিজম বিদ্যালয়

বিশ্ব অটিজম দিবস পালন করল হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়

ঢাকা (০২ এপ্রিল): হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় বিশ্ব অটিজম দিবস ২০২১ পালন করেছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অটিস্টিক শিশু, কিশোর ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। 

র‌্যালিটি ধানমন্ডি ১৫/এ থেকে শুরু করে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়। 

র‌্যালি পরিচালনা করেন বিদ্যালয়টির কোঅর্ডিনেটর রোকসানা সিদ্দিকা। তিনি জানালেন, ২০০৮ সাল থেকে হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী রয়েছে।
 
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. নুসরাত ইয়াসমিন জানান, শিক্ষার্থীদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যারা ছয় বছরের নিচে তাদের জন্য আর্লি ইন্টারভেনশন কার্যক্রম এবং যারা ছয় বছরের উপরে, তাদের জন্য রয়েছে প্রি-একাডেমিক, একাডেমিক ও ভোকেশনাল কার্যক্রম। 

এই বিদ্যালয়ে মূলত সামাজিক ও আবেগীয় যোগাযোগ, ভোকেশনাল থিওরি, স্বাধীনভাবে বেঁচে থাকার সক্ষমতা ইত্যাদি ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয় বলেও জানান তিনি। 

উল্লেখ্য, দিবসটির এ বছরের প্রতিপাদ্য বাণী ‘মহামারী-উত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ’। সংবাদ বিজ্ঞপ্তি
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়