বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করছে ব্রিটেন
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: ব্রিটেনের পতাকা
ঢাকা (০২ এপ্রিল): বাংলাদেশিদেরকে ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করছে কর্তৃপক্ষ। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্সের নাগরিকদের ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। খবর বিবিসি।
এ নিষেধাজ্ঞা আগামি ৯ই এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগের ১০ দিনে যেসব যাত্রী এসব দেশ থেকে যাত্রা শুরু করেছে বা ট্রানজিট করেছে তাদের ব্রিটেনে ঢুকতে দেয়া হবে না বলেও ব্রিটিশ সরকারের পরিবহণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।