সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

করোনা সংক্রমণের মধ্যেই বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫২, ২ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৫৩, ২ এপ্রিল ২০২১
করোনা সংক্রমণের মধ্যেই বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের শত শত কর্মীর বিক্ষোভ। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০২ এপ্রিল): জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের শত শত কর্মী জুমার নামাযের পর বিক্ষোভ সমাবেশ করেছে। গেল কয়েকদিনে দেশে করোভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ার প্রেক্ষিতে সরকারের ১৮ নির্দেশনা উপেক্ষা করেই শুক্রবার তারা এ বিক্ষোভ করেন। 

তবে আজকের এ কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে আগেই দাবি করেছে হেফাজতে ইসলাম। এরই মধ্যে কোনো সমাবেশে আসা বা ফেরার পথে কোথাও মিছিল হবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী সংগঠনের ডাকা বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার নির্দেশ দিয়েছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজতে ইসলামের ফেসবুক পেজে বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত তথ্য দেওয়া হয়। সেখানে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশনার পাশাপাশি আরো দুটি সিদ্ধান্তের কথা জানানো হয়। এগুলো হলো- কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না এবং নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

হেফাজতের আজকের বিক্ষোভ কর্মসূচির ধরন জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছেন, 'পূর্বঘোষিত ওই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জুমা সমাবেশ হবে। সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না। নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।'
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়