বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: সংগৃহীত
ঢাকা (০২ এপ্রিল): রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার হেফাজতে ইসলামের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে জুমার নামাজের আগে সেখানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পল্টন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বায়তুল মোকাররম এলাকায় কাউকে জিজ্ঞাসাবাদ ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। কাউকে সন্দেহ হলে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বায়তুল মোকাররম উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বায়তুল মোকাররম উত্তর গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরানা পল্টনে সাঁজোয়াযানসহ প্রিজনভ্যান প্রস্তুত রাখা হয়েছে।