সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

করোনা আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নাসিমা সুলতানা 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২৪, ২ এপ্রিল ২০২১  
করোনা আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নাসিমা সুলতানা 

ছবি: অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

ঢাকা (০২ এপ্রিল): স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারী থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’

করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি ব্রিফ করতেন। পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হলেও সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি তার স্বাক্ষরেই পাঠানো হতো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমও করোনা আক্রান্ত হয়ে এখন বাড়িতে আইসোলেশনে আছেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়