সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

রুহুল কবির রিজভী আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪০, ১ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৪৮, ২ এপ্রিল ২০২১
রুহুল কবির রিজভী আইসিইউতে

রুহুল কবির রিজভী

ঢাকা (০১ এপ্রিল): করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

রফিকুল ইসলাম বলেন, রিজভীর কাশি ও জ্বর কারণে অক্সিজেন লেবেল কমে যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেওয়া হয়। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলেও রফিকুল ইসলাম জানান।

জ্বর ও সর্দি থাকায় গত ১৬ মার্চ রিজভীর করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। 


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়