রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

রাইট শেয়ারিং বন্ধের প্রতিবাদে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ
ঢাকা (১ এপ্রিল): রাইড শেয়ারিংয়ের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহন সেবার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে মোটরসাইকেল চালকরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। ধানমন্ডি, নিকুঞ্জ, বাড্ডা, প্রেসক্লাবসহ রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলের সকাল থেকেই এ প্রতিবাদ জানানো হচ্ছে।
অবরোধকারীদের অভিযোগ, রাজধানীতে বাস-সিএনজিসহ সব ধরনের পরিবহনে যাত্রী চলাচল করছে। শুধুমাত্র মোটরসাইকেলে রাইড শেয়ারিং সেবা সরকার বন্ধ করে দিয়েছে। এতে তারা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এ সময় বিক্ষোভকারীরা দ্রুত ফের রাইড শেয়ারিং সেবা চালু করার অনুমতি দানে সরকারের কাছে জোর দাবি জানায়।
কোভিড-১৯ সংক্রমণ নতুন করে আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ার জন্য দু’সপ্তাহের জন্য বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাইড শেয়ারিং সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
উল্লেখ্য, বুধবার দেশে ৫,৩৫৮ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয় এবং একদিনে সর্বোচ্চ ৫২ জন মৃত্যু বরণ করেছে।