সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

কুয়াকাটায় পর্যটক আগমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৪৯, ১ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৫১, ১ এপ্রিল ২০২১
কুয়াকাটায় পর্যটক আগমনে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

(১ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে চলাতে তা প্রতিরোধে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সর্বস্তরের পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। একই সঙ্গে কুয়াকাটার সকল হোটেল-মোটেল দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা ১ এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে। 

কুয়াকাটা বিভিন্ন পয়েন্টে বুধবার রাত থেকে স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ ভিন্ন ভিন্ন ভাবে মাইকিং করে এই নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করেছে।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান এ বিষয়ে গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের মাধ্যমে ওই অঞ্চলে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় সে লক্ষ্যে জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সচেষ্ট। ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ও ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামুলক সভা করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানান, দেশব্যাপী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনায় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের আগমনের ওপর জেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। এবং কুয়াকাটার সকল হোটেল-মোটেল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ লক্ষ্যে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ওমহিপুর থানা পুলিশ যৌথভাবে কাজ করবেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়