তিন অপারেটরের মোবাইল ফোন সেবা বিঘ্নিত হবে: বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি
ঢাকা (৩১ মার্চ): তরঙ্গ পুনর্বিন্যাসের কারণে দেশের শীর্ষ তিন মোবাইল ফোন অপারেটরের গ্রাহকেরা সেবা পেতে সমস্যার মুখে পড়বে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে আগামীকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।
বিটিআরসি নিলামের মাধ্যমে ৮ মার্চ গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেয়। আগে বরাদ্দ করা তরঙ্গের সঙ্গে নতুন করে দেওয়া তরঙ্গ একত্রীকরণ করতে গিয়ে তরঙ্গ পুনর্বিন্যাস করা হয়েছে। এ কারণে সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা আছে। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।